“এক নারীর আত্মচিৎকার ”নারী মুক্তির ব্যতিক্রম ধর্মী কবিতা লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা ।

1101
“এক নারীর আত্মচিৎকার ”নারী মুক্তির ব্যতিক্রম ধর্মী কবিতা লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা ।
কাব্য ভারতী কবি সাহানুকা হাসান শিখা

এক নারীর আত্মচিৎকার

               সাহানুকা হাসান শিখা।

উত্তপ্ত মরুভুমির বুকে
কার এই আওয়াজ।
কান পেতে শুনো সবাই,
একি করছে রাজাধিরাজ।
নরপিশাচ শকুনের দল,
করছে কেমন খাই খাই
অসহায় নারীদের বুঝি
হবেনা আর রেহাই।
স্বদেশ ছেড়ে অভাবের তাড়নায়,
এসেছে ভিনদেশে।
রাক্ষসরা সেখান ঘুরে বেড়ায়
মানুষের বেশে।
দিনের বেলা ঝিয়ের কাজ
মারে কিল ঘুসি।
রাতের আধাঁরে বিছানার পরে
মিটায় মনের খুশি।
একি জঘন্য পাপিষ্ঠ ওরা
কোথায় হবে ঠাঁই ?
মুখে বলে মুসলমান তারা,
তারা নাকি ভাই ভাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here