যেজন শরীরের ভাষা বুঝে এতদিন সুখ লুটেছে সুখে ভরিয়েছে তনুমন-আজ বুঝেনি সে মনের ভাষা!জীবনের কঠিন সত্য ও বাস্তবতা তুলে ধরার প্রয়াসে কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া লিখেছেন কবিতা “ভগ্নস্তূপে পান্ডুলিপি” ।

595
কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া লিখেছেন কবিতা “ভগ্নস্তূপে পান্ডুলিপি'' ।
কবি লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

ভগ্নস্তূপে পান্ডুলিপি

           লাকী ফ্লোরেন্স কোড়াইয়া

দেহ পিঞ্জিরায় ভগ্নস্তূপ এক
যার খবর কেউ রাখে না,
অসাধারণ অভিনয়ের কাছে
হেরে যায় বুঝার ক্ষমতা!
কেউ আবার বুঝে ও
না বুঝার করে ভান।
ভালবাসা খেয়া পাতা কিংবা
কাগজের গড়া নৌকা যেন,
হাসির অন্তরালে অবহেলা
প্রশংসার পেছনে বিষ বাণ,
সহানুভূতির আড়ালে স্বার্থসিদ্ধির
ভদ্র কৌশল জেনে গেছে-
বাড়ন্ত ভবিষ্যৎ!
তবুও জীবন চলছে
গন্ডির বাইরে,
নিয়ম ভেঙে নিয়ম গড়ে
জীবন ক্ষয়িষ্ণু জেনেও
সাজায় নানা রঙে!
দামী প্রসাধনীর প্রলেপ
মাখে আপাদমস্তক-
শুধু খোঁজ রাখে না
দেহের পিঞ্জিরায় বন্দী –
অচিন পাখিটার!
বাইরে মেলে দেয় রঙিন ডানা
ভিতরটা নয় তো কারোরই চেনা-
রঙ্গমঞ্চ মাতিয়ে যায় সবে
খেয়াল খুশিতে মন যেমন চায়।
দিন শেষে গোধুলিতে
থেমে যায় কোলাহল,
জীবনের হিসাব বুঝি শুরু হয়
ক্ষয়িষ্ণু শরীর জানান দেয়
রঙ্গ তামাশার বোঝা নামানোর
সময় হয়ে এসেছে,
নিঃস্তব্ধ,শুন্য চারিদিক –
কোথায় প্রিয়জন,কোথায় স্বজন,
ব্যস্ততার জীবন -সময় কম
হবে দেখ পরে-ভালো থেকো,
বিষ বাণে জর্জরিত হয় মন,
যেজন শরীরের ভাষা বুঝে
এতদিন সুখ লুটেছে,
সুখে ভরিয়েছে তনুমন-
আজ বুঝেনি সে মনের ভাষা!
সূর্য ডুবে পাটে,
অন্ধকারে মিশে শরীর,
নিজেকে অস্বীকার করে
অন্ধকার হাতরে ভগ্নস্তুপে দাঁড়িয়ে নির্বাক অভিনেতা
খোঁজে জীবনের পান্ডুলিপি!

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here