আসে আসুক
লকিতুল্লাহ মাহমুদ চিশতী
সাগর পারে বসত করে
ঝড়ের সাথে লড়ছি,
দমকা বাতাস ঘূর্নিঝড়ে
অসাবধানে মরছি।
বাতাস নিয়ে আসছে ধেয়ে
ঘূর্নিঝড়ের ঝাপটা,
নদীর পানি বাড়ছে ফুলে
কাঁপছে ভয়ে পাপটা।
বুলেটিনের খবর শুনি
বাঁচার উপায় নেইতো,
বাঁচবে তবে খোদার যিনি
মানুষ ভবে সেইতো।
গভীর বুকে ভয় যে করে
মনে মনে আরেকটা,
সেন্টারে যাই শেল্টারে নয়
করোনার ঐ ব্যাপারটা।
গরীব মোরা কপাল পোড়া
বেঁচে থেকে লাভ কী?
খাটছি যত ভরছে তত
ঐ ধনীদের গোলাটি।
আল্লায় যদি বাঁচায় তবে
ভাংগা ঘরেই বাঁচবো,
আসে আসুক আম্ফান যত
নিজের ঘরেই থাকবো।