কলমযোদ্ধা-রুনা লায়লার আত্মার অনুভূতির কবিতা“ফিরে দেখা”

281
রুনা লায়লার আত্মার অনুভূতির কবিতা“ফিরে দেখা”

ফিরে দেখা
রুনা লায়লা

জানিস তোর মতো আমিও ভুলে গেছি
চিরকুট লেখাটা, গাছের ছায়াতলে –
স্ট্রিট ফুড খাওয়া।
ডিজিটাল বার্তা আর টুংটাং শব্দ,
এসবে কাটে সময় ; বইয়ের উপর
ধূলো-বালির স্তুপ স্তব্ধ ঐ লেখনীর
বর্ণীল কালি।

মাঠের আধমরা ঘাসগুলো সতেজ
জনমানবহীন!বারো তেরো বয়সী
বালিকারা ফুল হাতে দাঁড়াতেও দেখি না,
বকুল ফুলের মালা কতোই পছন্দ
তাতেও মন নেই।

আলমারিতে রাখা বাহারি রঙের শাড়ি
ম্যাচিং গয়নাতে যাওয়া হচ্ছে না
কাজের জায়গাতে, নেই হৈ-হুল্লোরও
পড়া ছেড়ে এখন গল্প, আড্ডাতে
মোবাইল হাতে সময়টা কেটে যায়।

বিষন্নতায় ভরে মনেরই আঙিনা
মোবাইলের স্কিনে চোখ ঝাপসা হ’য়ে
ক্লান্তিতে শরীর সফেদ বিছানায়।
ঘুমের ভাব নিয়ে মিছে হেয়ালিপনা
অযত্নে বেড়ে উঠেছে মনাকাশের
স্বপ্নগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here