বাদলা দিনের কথা
নিশাত ফাতেমা
আকাশের বক্ষ চিরে
বাদল দিনে টাপুর,
টুপুর বৃষ্টি পড়ে ।
বেদনার বৃষ্টির কান্নার রোলে
নদীর বুকে ব্যাথার কম্পন দোলে,
বাদলা দিনের কথা মনেপড়ে।
নীল মেঘের খোঁপায় বৃষ্টির পালকের রূপালী জোয়ার,
শাল মহুয়ার সবুজ রুমাল
বাদল দিনে এলোমেলো অভিসার,
কদম-কেতকী কুসুম বর্ষার মালা গাঁথে ,
শাপলা শালুক ফোটে নদীর বাঁকে,
বাদলা দিনের কথা মনেপড়ে।
বাদলা রাতের হিমেল হাওয়া
অন্ধকারের কাঁটাতারে ,
বৃষ্টির তোড়ে মনোরম
ফুলের রোঁয়া যায় ছিঁড়ে ছিঁড়ে,
বাদলা দিনের কথা মনেপড়ে।