বিশিষ্ট কবি,সংগঠক ও জ্ঞানতাপস ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম এর কবিতা “রঙধনুর রঙিন আভায়”

265
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম এর কবিতা “রঙধনুর রঙিন আভায়”

রঙধনুর রঙিন আভায়
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম

দুঃখের আবেশে হৃদয়ের স্বপ্নগুলো ব্যথা হয়ে
ধুসর মেঘের আড়ালে শুধু ঢেকে যায় ,
মনের অরন্যে জীবনের গল্পগুলো হয়ে ওঠে
বেদনা ঝরানো চোখের একরাশ নীরব অশ্রু।
সূখের আকাশে বেদনাহত পাখিরা গান গেয়ে
বলে যায় স্বপ্ন হারানো অনেক স্মৃতির কথা ,
স্মৃতিগুলো উল্লাসের হাতছানি দিয়ে আসে
আলোর আভা হয়ে থেকে যায় অশান্ত হৃদয়ে।
বেদনার আকাশে শুধু কালো মেঘের ঘনছায়া
যা হৃদয়ে বয়ে আনে অফুরন্ত দুঃখের আবাহন ,
রোদের আলো গায়ে মেখে অনেক আাশা নিয়ে
স্মৃতিগুলো হয়ে ওঠে স্বপ্নভরা দুঃখের পরশ।
নীরব বেদনাগুলো অজস্র বৃষ্টি হয়ে ঝরে পড়ে
একমনে গেয়ে যায় আমরন চির বেদনার গান ,
রঙধনুর রঙিন আভার আলোয় অনেক আশা
যা মেঘবৃষ্টির আলোছায়ায় ছুটে চলে অবিরাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here