রঙধনুর রঙিন আভায়
ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম
দুঃখের আবেশে হৃদয়ের স্বপ্নগুলো ব্যথা হয়ে
ধুসর মেঘের আড়ালে শুধু ঢেকে যায় ,
মনের অরন্যে জীবনের গল্পগুলো হয়ে ওঠে
বেদনা ঝরানো চোখের একরাশ নীরব অশ্রু।
সূখের আকাশে বেদনাহত পাখিরা গান গেয়ে
বলে যায় স্বপ্ন হারানো অনেক স্মৃতির কথা ,
স্মৃতিগুলো উল্লাসের হাতছানি দিয়ে আসে
আলোর আভা হয়ে থেকে যায় অশান্ত হৃদয়ে।
বেদনার আকাশে শুধু কালো মেঘের ঘনছায়া
যা হৃদয়ে বয়ে আনে অফুরন্ত দুঃখের আবাহন ,
রোদের আলো গায়ে মেখে অনেক আাশা নিয়ে
স্মৃতিগুলো হয়ে ওঠে স্বপ্নভরা দুঃখের পরশ।
নীরব বেদনাগুলো অজস্র বৃষ্টি হয়ে ঝরে পড়ে
একমনে গেয়ে যায় আমরন চির বেদনার গান ,
রঙধনুর রঙিন আভার আলোয় অনেক আশা
যা মেঘবৃষ্টির আলোছায়ায় ছুটে চলে অবিরাম।