সেই অপেক্ষায় আমরা
ফাহমিদা ইয়াসমিন
কর্মে ব্যস্ত সারা বিশ্ব থমকে গেলো
লাশের মিছিলে নিরব
উপায়হীন চারদিক
লকডাউন লকডাউন লকডাউন।
একদিন থেমে যাবে হয়তো সবকিছু
আবার ফুটবে ফুল
পাখিরা গাইবে
অচেনা হয়ে যাবে অনেককিছু।
তারপরও থেমে নেই
অসভ্যের হাতছানি
দম্ভের শহর ক্ষমতার তর্জনী।
একটার পর একটা বিষণ্নতা কেটে
আসবে ভোর
সেই অপেক্ষায় চোখ
সেই অপেক্ষায় আমরা।