বাংলা সাহিত্যের অন্যতম সারথি -আনজানা ডালিয়ার কবিতা ”তুমি নেই”

187
বাংলা সাহিত্যের অন্যতম সারথি -আনজানা ডালিয়ার কবিতা ''তুমি নেই''

তুমি নেই
আনজানা ডালিয়া

তুমি নেই তাই
এখন আমি আর মেলায় যাইনা,
পাকিস্তানি স্টল খুঁজিনা,
খুঁজিনা সেই বিখ্যাত আঁচারী চিকেন ,
শ্রীলংকান ব্যাগের জন্য চার চক্কর আর ঘুরিনা।
বাহারী গুজরাটি কোটি আমায় আর টানেনা।
জীবনের সব রং ছিনিয়ে নিয়ে গেলে
নিয়ে গেলে সব উচ্ছলতা।
বড্ড অবিচার করেছো আমার সাথে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here