অতিথি
ছন্দা দাশ
মায়ার বদলে যা দিলে সেও অনেক
অনেকে তাও দেয় না।
উপেক্ষার চাইতে অবহেলা ভালো।
হয় ভালোবাসা নাহয় ঘৃণা দুটিতেই
আমার সমান আগ্রহ।
ঘৃণার ভেতরেও ভালোবাসা লুকিয়ে থাকে।
যেমন ভালোবাসার কোথাও ঘৃণা।
জানি চিরকাল তোমার ছুঁয়ে যাওয়া স্বভাব।
এসব নিয়ে ভাববার অবকাশ কোথায়?
যদি অন্য অবসরে কখনও বৃষ্টি নামে
যদি সেদিন পলাতকা মন দৃষ্টি বাঁধে
নিজস্ব স্বভাবের বাইরে —–
সেদিন আমিই প্রথম অতিথি তোমার।