সমকালীন বাংলা কবিতার সংবেদনশীল কবি মৌসুমী কর লিখেছেন ”“হৈমন্তী প্রেম”

84
Doinik Alap
“হৈমন্তী প্রেম” কবিতাটি সংবেদনশীল যাপনেরই এক নিঃশব্দ অথচ দীপ্ত সাক্ষ্য।

হৈমন্তী প্রেম

          মৌসুমী কর 

ঘরের চালের ফুঁটো দিয়ে
যেদিন জোছনা ঢুকেছিল
সেদিন থেকেই এক মুঠো
আকাশের লোভ মনের কোনে
এক ফালি হৈমন্তী প্রেম যেন
ঘাটে বাঁধা নৌকার পাটাতনে বসে
পা দোলাতে দোলাতে গোধূলি দেখা
চৌকাঠ পেরিয়ে
শেষ বিকেলের আলো গায়ে মাখা
এ যে মেঠো পথে ধূলো উড়িয়ে
একতারা হাতে বাউলের সুর
এ হল অষ্টপ্রহর জুড়ে
গঙ্গার ঢেউয়ের আনাগোনা।
বিসর্জনের সুর আমার কুটিরের
ত্রিসীমানায় বাজেনা
আমার যাপন জুড়ে শুধুই বোধন।


লেখক পরিচিতি; কবি মৌসুমী কর সেই বিরল কবিদের একজন, যাঁর কবিতায় শব্দ নয়—আগে অনুভূতি কথা বলে। প্রকৃতি, প্রেম ও যাপনের নরম বুননে তিনি তৈরি করেন এক অন্তর্মুখী পৃথিবী। তাঁর কবিতায় প্রেম কোনো মুহূর্তের উত্তাপ নয়, বরং জীবনের সঙ্গে দীর্ঘ সহবাস। “হৈমন্তী প্রেম” কবিতাটি সেই সংবেদনশীল যাপনেরই এক নিঃশব্দ অথচ দীপ্ত সাক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here