ওপার বাংলার সত্য ও সুন্দরের পূজারী সেক জাহেদ উল্লা এর লিখা কবিতা “খোলা আকাশ আর আমি ”

692
পার বাংলার সত্য ও সুন্দরের পূজারী সেক জাহেদ উল্লা এর লিখা কবিতা “খোলা আকাশ আর আমি ”

খোলা আকাশ আর আমি

                            সেক জাহেদ উল্লা

আমি খোলা জানালার পাশটা ,
তুমি বাইরের খোলা আকাশ ।
এক ঝলক ঢুকে পড়ো ,
আমার কূপমণ্ডুকতায় –
তোলপাড় হয়ে ওঠে –
এ ঘরের কোন , বিস্ফোরিত হয় ,
তোমাকে ছোঁয়ার আশ ।
সুদুরে বিস্তৃত তুমি , কল্পনামাখা –
আমার স্থবিরতার সর্বনাশ ।।

তবু কবিতারা ঘুরপাক খায় –
শুধু তোমাকে ঘিরে ।
দু ছত্র তার দেয় না যে ধরা –
জানালার গরাদ গলে ।
কাব্যহীন জীবন জাগে ঘুমায় ,
গণ্ডি ভাঙ্গার লিপ্সা বুকে নিয়ে –
গণ্ডির কাছে হেরে।
অসীম চিন্তার ফসল ফলে না ,
সীমাবদ্ধের পরিসরে ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here