মানবতার চাষ
জেসমিন জাহান
তোমরা কি কেউ বলতে পারো আজ
কোন সে পাষাণ অকাতরে মারছে মানুষ
ভাবেসাবে এমন যেনো সবচে সেরা নিজেই
পৃথিবীতে কোন সে দখলবাজ?
বিশ্ব জুড়ে বিভৎসতা ছড়িয়ে দীর্ঘশ্বাস
হিংস্র- শ্বাপদ সবখানে তার ছায়া
খুনের রক্তে হাত রাঙিয়ে কোথায় করে বাস?
দম্ভ- ভরা মুখে, নোংরা কথার তুবড়ি ছোটে
জয় করে নেয় বিশ্ব সে যে কথার চোটে।
চারিদিকে দেখি শুধু মানুষ রূপী দ্বি-পদ প্রাণী
ইতিহাসে তারাই হবে নামীদামী
তারাই হবে বিশ্বসেরা অজেয় এক বীর সেনানি
মনবতার ধুঁয়া তুলে ভণ্ডামীর এক মুখোশ এঁটে
এমনি করেই চিরটাকাল করবে সর্বনাশ
অত্যাচারীর পেটে লাথি মারবে কতকাল
বলো, কোথায় তবে হবে এখন মানবতার চাষ?




















