কলমের রণতূর্য কবি জেসমিন জাহানের কবিতা ”মানবতার চাষ”

121
Doinik Alap
জেসমিন জাহানের কবিতা '' মানবতার চাষ ''

মানবতার চাষ
জেসমিন জাহান

বলতে পারো তোমরা কী কেউ আজ
অকাতরে মারছে মানুষ, কোন সে পাষাণ
অতুল্য সে ভাবছে নিজে- নিজেই
হাতের মুঠোয় পৃথিবীটা, কোন সে দখলবাজ?

বিশ্ব জুড়ে বিভৎসতা ছড়িয়ে দীর্ঘশ্বাস
হিংস্র- শ্বাপদ সবখানে তার ছায়া
খুনের রক্তে হাত রাঙিয়ে কোথায় করে বাস?

অহংকারীর মুখে- নোংরা কথার তুবড়ি ছোটে
জয় করে নেয় বিশ্ব সে যে কথার চোটে।

চারিদিকে দেখি শুধু মানুষ রূপী দ্বি-পদ প্রাণী
ইতিহাসে তারাই হবে নামীদামী
তারা হবে বিশ্বসেরা অজেয় এক বীর সেনানি।

মনবতার ধুঁয়া তুলে ভণ্ডামীর এক মুখোশ এঁটে
সর্বনাশের নকশা এঁকে চলবে চিরকাল
ক্ষুধার পেটে লাথি মেরে যাবেই কতকাল
কেমন করে কোথায় হবে তবে- মানবতার চাষ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here