আমেরিকা থেকে বাংলা সাহিত্যের অন্যতম সারথি কবি-সাহানুকা হাসান শিখার কবিতা “সুদূরপ্রসারী”

258
কবি-সাহানুকা হাসান শিখার কবিতা “সুদূরপ্রসারী”

সুদূরপ্রসারী
সাহানুকা হাসান শিখা

——————/—————
শূন্য থেকে মহাশূন্যে গমন,
চলছে তো বেশ জোরে সুরে,
টিকেট বিক্রি হচ্ছে এবার
দূর থেকে দূরান্তরে।
অপেক্ষায় মানব জাতী আজ
কখন ঘটবে সেই ঘটনা,
হয়তো অচিরেই হবে সূচনা,
এখনও যা রটনা।
জায়গা সম্পত্তি করবে বায়না
মনের কোটায় লুকানো আয়না,
যখন তখন করবে যাত্রা,
স্বাভাবিক হবে মঙ্গলের তাপমাত্রা।
আকাশ জুড়ে রয়েছে দেখো
হাজার হাজার গ্রহ।
সবই যদি হয় তোমাদের বাসস্থান,
থাকবে না কোন বিগ্রহ।
হয়তো তখন আমরা সবাই,
করবো না আর বাস।
পরবর্তি প্রজন্মকে জানিয়ে যাবো,
মহাশূন্যের আভাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here