চেতনাবোধের কবি-জেসমিন জাহান’র সূক্ষ্ম অনুভূতির কবিতা“চেতনায় রাঙা প্রাণ”

313
জেসমিন জাহান’র সূক্ষ্ম অনুভূতির কবিতা“চেতনায় রাঙা প্রাণ”

চেতনায় রাঙা প্রাণ
জেসমিন জাহান

আত্মা দিয়ে আত্মা দিয়েছো ছুঁয়ে
চেতনার ফুল উঠেছে ফুটে এ ভূঁয়ে
মনাকাশে জ্বলে উঠেছে তারার ফুল
শুদ্ধ বারিতে ধুয়ে যাক যত ভুল।

শৃঙ্খল আজ খুলে যাক অনিমেষ
কর্পূর সম উবে যাক ভাবাবেশ
জেনেছি যতটা দুরালাপন বন্ধনে
দেবত্ব জ্ঞানে নিয়েছি হৃদ অঙ্গনে।

দুচোখে প্রবাহ উদ্বেল নোনা জল
স্তিমিত হয়েছে পেয়ে সে অন্ত্য বল
ভয় নেই আর হারাবার এক চুল
ডুবেছি গহীনে পেয়েছি আশার কূল।

এ প্রেমের স্থিতি অবিনশ্বর জানি
ছোঁবে না কখনো নশ্বর দেহখানি
কামনার মেঘ যাবে উড়ে দূর পানে
ইশ্কের সুর উঠেছে বেজে এ প্রাণে।

1 COMMENT

  1. আত্মা দিয়ে আত্মা দিয়েছো ছুঁয়ে
    চেতনার ফুল উঠেছে ফুটে এ ভূঁয়ে
    মনাকাশে জ্বলে উঠেছে তারার ফুল
    শুদ্ধ বারিতে ধুয়ে যাক যত ভুল।’’.. সম্পন্ন সুধাময় স্পন্দন , মা ! মা, তোমার অন্তরের আভরণ তো শ্রীমণ্ডিত ধ্যানসৌরভে ভরা ! অনুপম সৃজন, মা !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here