আলো- আঁধারের জলছবি
নীলা আলম
ইতিহাস সামনে টেনে বিস্ময়ের স্নেহমাখা স্পর্শ এঁকে যায়
শিল্পী রং তুলিতে কত না আলো – আঁধারের জলছবি….
সে ছবি সযত্নে সোহাগ করে কবি লিখে যায় কবিতা,
আর পাঠক উত্তপ্ত উষ্ণতার চাইতেও অধিক ধ্যানমগ্ন…
অনুভূতিহীন মানবের কোন প্রাণ নেই দেহ আছে,
জীবন টাকে কেন আমরা এত জটিল করে ফেলি?
থাকনা বন্দী সব জটিলতা,
চলো বাঁচার মত বাঁচি….
রোমকূপের প্রগাঢ় পেলব অনুভবে ভীষণ টের পাই,
তলিয়ে যাচ্ছি বোধহয়….
এমন করে বাঁচা যায়না!
দীর্ঘশ্বাসের দহনে পুড়ে যায় ললাটময়,
ফিকে হয়ে যায় সেই আলো-আঁধারের জলছবি…..
নয়নে নয়ন লুকিয়ে বলি এবার বাঁচি হয় অমৃত না হয় বিষে!!!