“দেশটাতো আমার “
কামিনী কান্তা
যদি ভালোইবাসো দেশটাকে
তবে কেন করো সব চুড়মার?
আরে ভাই,
দেশটাতো আমার!
চোখের সামনে অন্যায়
কেমনে হতে দেখি বার বার?
অন্যায় রুখতে যদি,
করতেই হয় সব ছারখার
আমরা ছিলাম আমরা আছি
দেশটাতো আমার।
এ দল নয় সে দল নয়
জেগেছে ছাত্র সমাজ
দেশকে আমরা সাধীন করতে
করেছি অনেক কাজ
দেশের জন্য এই প্রজন্ম
হারিয়েছি অজস্র
তবে দেশটা যদি সাধীন থাকে
মোরা ধরবো না আর অস্ত্র
নেই নেই ভয়
হবে তারুণ্যের জয়
আবারও যদি হয় কোনো অন্যায়
রাজপথ ভরে যাবে মানুষের বণ্যায়
চেয়েছিলাম নিরপেক্ষ সরকার
যাতে না থাকে কেউ বেকার
আমরা অবুঝ বাঙালি জাতি
দেশের স্বার্থে করেছি অনেক ক্ষতি
তবে আমরা জ্বালিয়েছি স্বাধীনতার বাতি
আমরা কৃতজ্ঞ শহীদদের প্রতি
অবশেষে হয়েছে আমাদেরই জয়
কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়
ত্যাগ করতে দ্বিধা নাই
আমাদের জয় কে আটকায়
আমরা পাইনা কাউকেই ভয়
আমরা মানিনা কোনো দলের প্রতীক
পরিচয় আমার একটাই
আমরা বাংলাদেশের নাগরিক




















