“প্রতিবাদ ” অসাধারণ কবিতাটি লিখেছেন কবি-এ এইচ জিহান মৃধা।

505
কবি-এ এইচ জিহান মৃধা।

প্রতিবাদ

             এ এইচ জিহান মৃধা

তুমি বীর উঁচু করো শির?
তুমি স্বাধীন তুমি বাঙ্গালী,
তুমি নতুন পথের অগ্রগামী।
তুমি রক্ষা করবে দেশের মাটি।
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে,
নিঃস অনাথ এর মুখে হাসি ফুটাবে।
শোষণের হাত ভেঙ্গে দিবে,
তুমি বীর উঁচু করো শির।

তুমি মা বোনের ধর্ষণে রুখে দাঁড়াবে,
মায়ের মুখে হাসি ফুটাবে।
সোনার বাংলা গড়ে তুলবে,
আইনের সদয় হবে।
ধর্ম ব্যাবসায় রুখে দাঁড়াবে,
ধর্মকে প্রতিষ্ঠা করবে।
সবার সমান অধিকার দিবে,
তুমি বীর উঁচু করো শির।

গনতন্ত্র কে গনতন্ত্রের,
রাজতন্ত্র কে রাজতন্ত্রের,
তোমার বুকে সদয় হবে।
যতদিন থাকবে তোমার বুকে,
এক বিন্দু অগ্নি শিখা।
মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকবেনা,
যৌবন আত্না সঁপে দিবে।
তুমি বীর উঁচু করো শির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here