যখন তুমি আড়াল করো নিজেই
জেসমিন জাহান
তোমার কথায় হেসে ওঠে নিমফুল
চিরল পাতার তিক্ত নির্যাস তার
ঝরে পড়ে নিঃশব্দে
মনেহয় অযাচিত শিশিরের ভুল
রুক্ষ মরুভূমি নিঃশেষে শুষে নেয়
তৃষ্ণার্ত চাতকের বুভুক্ষ চোখ।
অলিন্দ- দুয়ার তবু খুলে খুলে যায়
হৃদয়ের গহীন অরণ্যে বাজে
বিসমিল্লাহ খাঁর করুণ সানাই
ধ্রুব সত্য জেগে ওঠে সুরের খেয়ায়।
সময়ের তীর শুদ্ধতম মুহূর্ত ছুঁয়ে
উল্কার বেগে ছুটে চলে
তাকে ধরা যায় কী; বাঁধা কী যায়!
অমোঘ প্রকৃতির জালে।
নিয়মের ফেরে সে ও যাবে দূরে
ধীর পায়ে; খুব সাবধানে
দিগন্তের নীল প্রাচীর ডিঙিয়ে
কালান্তরের প্রাচীন শিকড়ে
আমার একাকিত্ব তখন ডুবে রবে
সময়ের অখণ্ড অবসরে।