নাসরিন জাহান মাধুরীর কবিতা “কে তুমি!” মার্চ ৩১, ২০২২424ShareFacebookTwitterPinterestWhatsAppLinkedinEmailPrintTelegramCopy URL নাসরিন জাহান মাধুরীর কবিতা “কে তুমি!” কে তুমি!নাসরিন জাহান মাধুরীএই হৃদয় ছুঁয়েএই প্রাণ ছুঁয়েআমার ভেতর দিয়েতোমার হেঁটে যাওয়ার যে ঢঙবড় বেশি প্রিয় সে আমার….খুব নীরবেখুব বেশি নীরবেমনের গভীরেই তোমার বাসযেন চিরকাল, যেন চিরদিন…সকাল বেলার ফুল গো তুমি….