কলমযোদ্ধা-গোলাম কবিরের আবেগের কবিতা“”আরো একটি তুমি বিষয়ক কবিতা””

214
গোলাম কবিরের আবেগের কবিতা“"আরো একটি তুমি বিষয়ক কবিতা "”

” আরো একটি তুমি বিষয়ক কবিতা “
।। গোলাম কবির ।।

আমার বুকের মধ্যে তুমি নামের
যে নিরন্তর ঘণ্টা বাজছে, তুমিও জানো তা!
তবু কেনো যে মাঝে মাঝে মনেহয়
আমি একা, ভীষণ একা!
এ নিশ্চয়ই আমারই
একান্ত অক্ষমতার জন্য।
আমার ভালবাসার শূন্য থেকে
অসীম শূন্যতার রেখা গুলো
যেখানে এসে মিশে যায়,
সে তুমি প্রভূ আমার, প্রিয় আমার।
গভীর ভালবাসা এসে যখন
বুকের মধ্যে থাকা যতো জমাট অভিমানী
মেঘ থেকে শুরু করে যতোটা ছিলো
অবিশ্বাস ও ঘৃণা সবকিছু মুছে গিয়ে
তুমি নামের কী এক অপার্থিব ভালবাসায়
হৃদয়ের আকুলতা হয়ে অকুল সমুদ্দুর
হলো চোখের নদী সে তো তোমারই জন্য।
তুমি থাকো সর্বদাই আমার হৃদগহীনে
সবটুকু ভালবাসায় অনেক যত্ন করে
অসামান্য কারুকার্য খচিত মিহিন সেলাই
করা হালকা শীতের কাঁথায়,
থাকো আমার চোখের অদেখা
সকল সৌন্দয্যময় এবং সকল সুবাসিত
অনুভবের গভীরে এক চরম আবেশে
আবেশিত সময়ের ভাঁজে ভাঁজে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here