ভালোবাসা
দেবাশ্রিতা চৌধুরী
আবদ্ধ দিন আবদ্ধ সময় অন্তর্গত মুহূর্তে
শিকলে বাঁধা মনগন্ডি নিদাগ অহল্যাপাথরে
ভালোবাসার কথা বললে তুমি পরিযায়ী পাখির মতো উড়ে যেতে চাও মুচকি হেসে,
ভেবেছো খাঁচায় বন্দি করে ভালোবাসবো!
খোলা আকাশ থেকে যে পাখি ফিরে আসে
নিঃশর্ত বন্ধনে ,আমি তাকেই বলি ভালোবাসা।
যাকে হাজার বছর খুঁজেছি সভ্যতার পথে পথে
নির্মম আগুন পাথরের নিস্তব্ধ নীরব মূর্তির কাছে
নিশ্ছিদ্র পিপাসায় , আমি তাকেই বলি ভালোবাসা।