ভারত থেকে কবি নওরোজ নিশাত এর চলমান জীবন প্রক্রিয়ার শেষ ধাপ নিয়ে লিখেছেন কবিতা “মৃত্যু ”

835
ভারত থেকে কবি নওরোজ নিশাত এর চলমান জীবন প্রক্রিয়ার শেষ ধাপ নিয়ে লিখেছেন কবিতা “মৃত্যু ”

মৃত্যু

       নওরোজ নিশাত

বদলে যাচ্ছে দিনলিপি
জীবন যাপনের কলেন্ডারে
ঝুলিয়ে রাখা আছে জন্ম আর মৃত্যু

দুটোকে লাল দিয়ে গোল করে
চলো জীবনযুদ্ধে নেমে পড়ি।
পদে পদে পরাজিত করি অসৎ কে
জিতে নিয়ে আসি তোমাকে।
তুমি মানেই সুন্দর
আমার আজন্ম ইচ্ছা।

তোমাকে নিয়ে খেলা করি
তোমাকে নিয়ে গোপনে স্বপ্ন আঁকি

সব ধূসরতা মুছে

হৃদয় বিছিয়ে দিয়ে বলি
এসো ,তুমি
আমার যাপিত জীবনে প্রথম
প্রেম।

রাতদিন উতলা উঠি
প্রমস্প্দের জন্য
সুরক্ষিত রাখতে চাই আগামী
প্রজন্মের জন্য ।

তারপর নাহ
সেই লাল দাগে রেখে যাবো চুমু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here