কবিগুরুর জন্মদিন কে সশ্রদ্ধ স্মরণ করে কবি নাসরীণ জাহান রীণা লিখেছেন “রবি’র করে রবী’র উদয়”

410
কবিগুরুর জন্মদিন কে সশ্রদ্ধ স্মরণ করে কবি নাসরীণ জাহান রীণা লিখেছেন “রবি'র করে রবী'র উদয়”

রবি’র করে রবী’র উদয়

                                    নাসরীণ জাহান রীণা

জোড়াসাঁকোর ঠাকুর পরিবার সেদিন আলোকিত
এক নতুন রবি’র করে…
মায়ের কোলে এ কোন রবি দোলে !
এ রবি’র আলোয় উদ্ভাসিত ধরণী
এ কোন অংশুমালী !
যাঁর জ্ঞানের আলোর প্রস্রবণ কাল থেকে মহাকাল…
এই সেই গীতবিতানের স্রষ্টা ; সঙ্গীতজ্ঞ।
এই সেই উপন্যাসিক, বাংলাভাষা-সাহিত্যে বিজ্ঞ।

একাধারে নাট্যকার, অভিনেতা, কণ্ঠশিল্পী…
ছোটগল্পকার, প্রাবন্ধিক,দার্শনিক, চিত্রশিল্পী ।

‘ভানুসিংহ’ ছদ্মনাম আরো হরেক উপাধি…
কবিগুরু, গুরুদেব, নাইট আর বিশ্বকবি ।

শতবর্ষ পূর্বেই লিখে রেখেছিলেন যা…
শতবর্ষ পরে এসে চিন্তা মোদের তা…
সূর্য যেমন নিখিলভুবনে কিরণ বিলিয়ে বেড়ায়…
সাহিত্যের সকল শাখায় তিনিও তেমন আলোকচ্ছটা প্রজ্জ্বলন করে রেখে গেছেন ।
আজ যেমন সেসব দ্যুতি ছড়াচ্ছে…
কাল থেকে কালান্তরেও তা প্রবহমান থাকবে ।

তাঁর সৃষ্টিতে তাঁর পরিচয়…
তিনি সৌন্দর্য্যসচেতন,ঐতিহ্যপ্রিয় আর প্রকৃতিপ্রেমী…
রোমান্টিক,বিশ্বপ্রেমী,স্বদেশপ্রেমী আর মানবপ্রেমী…
তাঁর সৃজনেই তিনি চির অমর ;
তাঁর অবদানেই তিনি নিত্য ভাস্বর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here