রবি’র করে রবী’র উদয়
নাসরীণ জাহান রীণা
জোড়াসাঁকোর ঠাকুর পরিবার সেদিন আলোকিত
এক নতুন রবি’র করে…
মায়ের কোলে এ কোন রবি দোলে !
এ রবি’র আলোয় উদ্ভাসিত ধরণী
এ কোন অংশুমালী !
যাঁর জ্ঞানের আলোর প্রস্রবণ কাল থেকে মহাকাল…
এই সেই গীতবিতানের স্রষ্টা ; সঙ্গীতজ্ঞ।
এই সেই উপন্যাসিক, বাংলাভাষা-সাহিত্যে বিজ্ঞ।
একাধারে নাট্যকার, অভিনেতা, কণ্ঠশিল্পী…
ছোটগল্পকার, প্রাবন্ধিক,দার্শনিক, চিত্রশিল্পী ।
‘ভানুসিংহ’ ছদ্মনাম আরো হরেক উপাধি…
কবিগুরু, গুরুদেব, নাইট আর বিশ্বকবি ।
শতবর্ষ পূর্বেই লিখে রেখেছিলেন যা…
শতবর্ষ পরে এসে চিন্তা মোদের তা…
সূর্য যেমন নিখিলভুবনে কিরণ বিলিয়ে বেড়ায়…
সাহিত্যের সকল শাখায় তিনিও তেমন আলোকচ্ছটা প্রজ্জ্বলন করে রেখে গেছেন ।
আজ যেমন সেসব দ্যুতি ছড়াচ্ছে…
কাল থেকে কালান্তরেও তা প্রবহমান থাকবে ।
তাঁর সৃষ্টিতে তাঁর পরিচয়…
তিনি সৌন্দর্য্যসচেতন,ঐতিহ্যপ্রিয় আর প্রকৃতিপ্রেমী…
রোমান্টিক,বিশ্বপ্রেমী,স্বদেশপ্রেমী আর মানবপ্রেমী…
তাঁর সৃজনেই তিনি চির অমর ;
তাঁর অবদানেই তিনি নিত্য ভাস্বর ।