সন্ধ্যার পেঁচা
শিখা গুহ রায়
দেয়ালের ওপাশে
সুগন্ধ কামিনী গাছ
অন্ধকারেও গন্ধ
ছড়িয়ে দিতে পারে
মনটা ভালো করে দিতে পারে
এক নিমিষেই।
সেখানে সুরভীর উৎসব চলছে
চলে অবিরত,
তবুও নতুন গন্ধের সন্ধানে
আমি আপনি সবাই।
অথচ একদিন এই
সুরভী ছেড়ে চলে যেতে হবে,
ক্লান্ত শরীরে এক নিমিষেই
মিশে যাবে মাটিতে,
তবুও কেন যে বুঝে না
এক সময় সন্ধ্যার পেঁচাও চলে যায়
সবুজ বাগান থেকে।