আয়না তুমি
নাসরিন জাহান মাধুরী
রূপকথার আয়না
যখন দাঁড়াই আয়নার সামনে
তুমিও দাঁড়াও মুখোমুখি
কখনো চোখে চোখ রেখে কথা বলি
চোখেই পড়া হয়ে যায় আনন্দ বেদনার কাব্য
আমি হাসলে তুমিও হাসো
আমি কাঁদলে তুমি বিমূঢ় দাঁড়িয়ে থাকো
কান্না লুকিয়ে রাখো হাসির আড়ালে
হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে যাই যখন
তুমিও বাড়াও হাত
ছুঁয়ে দিতে পারি না
তবূও যেনো স্পর্শের উত্তাপ পাই
আয়নার ওইপাশ টায় চলে গেলে কেমন হয়!
এপাশের পৃথিবীটা কি হারিয়ে যাবে?
রূপকথার গল্পের মতো!
নাকি তোমায় পাবো?
তুমি কি মায়া!
তুমি কি মরিচীকা!
যতই হাত বাড়াই
দূরে যেতে থাকো!
তৃষিত চোখে খুঁজে ফিরি
বিভ্রান্ত দাঁড়িয়ে থাকি আয়নার সামনে….