আজ মানবিক জ্যোতিতে ভরা কলামিস্ট, কবি,লেখক ও সমাজসেবক নূরজাহান শিল্পীর শুভ জন্মদিন।জন্মদিনের তার সম্পাদিত ‘’যে জীবন মানুষের’’ও তার কাব্যগ্রন্থ ‘ কুম্ভগহনে ‘ নিয়ে কিছু কথা !!!

381
মানবিক জ্যোতিতে ভরা কলামিস্ট, কবি,লেখক ও সমাজসেবক নূরজাহান শিল্পীর শুভ জন্মদিন।

দৈনিক আলাপ ওয়েবডেস্কঃ মানবিক জ্যোতিতে ভরা কলামিস্ট, কবি,লেখক ও সমাজসেবক নূরজাহান শিল্পীর শুভ জন্মদিন। দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা কবি ও লেখক কে ।
মানুষের জীবন গল্পের সমা ভয়হার। জীবনের গল্পে থাকে চোখ ধাঁধানো উজ্জ্বলতা, থাকে সাফল্যের সিঁড়ি থাকে আনন্দের চিৎকার, সুখের আবেশে হাওড়ে নৌকা ভাসান।
জীবন প্রস্ফুটিত জোসনার উপাখ্যান অথবা চন্দ্রাহত অমাবস্যার পীড়ন, জীবনের গল্পে থাকে কঠিন পাথর, থাকে নিকষ অন্ধকার। দুঃখের অতলে হাবুডুবু খাওয়া। নিরাশায় পথ হারানো।সুখ, দুঃখ জীবনের পিঠাপিঠি।
আলো, অন্ধকার জীবনের পাশাপাশি হাঁটে
জীবন বর্ণিল কিংবা জীবন বিবর্ণ।
বর্ণিল কিংবা বিবর্ণ জীবনের কথকতা একত্রিত করে আমার সম্পাদনায় প্রায় অর্ধশত লেখকের জীবনমুখী অনুগল্প নিয়ে ”যে জীবন মানুষের ‘গল্পগ্রন্থ পাণ্ডুলিপি প্রকাশন,সিলেট থেকে লন্ডনের বইমেলায় আসছে। আপনাদের গল্প আমরা যত্নে চিত্রিত করেছি ,বৃত্তের দেয়াল ভেঙ্গে চিত্তের খোরাক হয়ে গল্পগুলো পাঠক সমাজে আশার আলো ছড়িয়ে দেবে এই প্রত্যাশায় …

বই : যে জীবন মানুষের
প্রকাশনী : পাণ্ডুলিপি প্রকাশন,সিলেট।
প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ্য

কুম্ভ গহনে

যে নিমগ্নতা ছুঁয়ে দিলে আকাশ মেঘলা ছড়ায়
আমি তাঁর করতলে লিখে রাখি কুম্ভানুরাগে স্মৃতিরোমন্থন।

কুম্ভ গহনে নারীর জীবনে প্রকাশিত-অপ্রকাশিত শব্দ সৃজনে এক মুঠো স্বপ্ন পুষে রাখা।
নারী কখনো নদী হয়ে উঠে
কখনো হয়ে উঠে রোদ্দুরের মায়া লিপি।
পদ্মপাতার তৃষিত ইচ্ছা ভাঁজ করে শিলালিপিতে।
অমানিশার সহস্র রাত্রির অলিপথ পেরিয়ে প্রত্যুষের সূর্যোদয়ের হরিদ্রাভ আলোয় কুম্ভানুরাগে বয়ে চলা কবিতার মিছিলে সানন্দা পৃথিবী সাজে শব্দের আঁচলে।
পাঠক আমার আত্মার আত্মীয় । পাঠকের হৃদবলয়ে আমি চাই আমার শব্দের বসত ।
কাব্যগ্রন্থ খানা পাঠকদের ভালোবাসায় সিক্ত হতে আসছে একুশের বই মেলায়।
প্রেম – প্রকৃতি , দ্রোহ -মৃত্যু, যুদ্ধ -মুক্তির মহাকাব্য ,করোনা ক্রান্তিকাল, সমসাময়িক প্রতিটি বিষয় উঠে এসেছে ।
আশাহত হবেন না শুধু এটুকু বলতে পারি।

কবিতার অবয়বকে যিনি আবরনে সু-সজ্জিত করেছেন তিনি শ্রদ্ধেয় ভাই ওলিউর রহমান খান।
যার শৈল্পিক ভাবনার অনুপম মনের বহিঃপ্রকাশ ঘটেছে কুম্ভ গহনের মলাটে।

লেখক ও প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের ভাষ্যমতে ,
কবিতা অসীম যাত্রার পদাবলী।
কুম্ভ গহনে কবিতাগ্রন্থের প্রতিটি কবিতায়ই কবি নূরজাহান শিল্পী আত্মমগ্ন, চেতনার গভীর দ্রোহে নিজেকে উপস্থাপন করেছেন। তাঁর কবিতাগুলো নিমগ্নপাঠ দাবি করে।

বই — কুম্ভ গহনে
কবি—নূরজাহান শিল্পী
প্রচ্ছদ—ওলিউর রহমান খান
পান্ডুলিপি প্রকাশন
মূল্য -১৭৫ টাকা
বইগুলো ঢাকা বইমেলা ৫৮২ নম্বর পান্ডুলিপির প্রকাশনীর স্টলে পাওয়া যাবে ।


কবির কথা- শখ সংসারে সব কিছুই আমার শখের মধ্যে পড়ে হাতের কাজ রান্না এটাও একটা শিল্প
মনের খোরাক লেখালেখি । স্কুলে শিক্ষকতা করি । ইংল্যান্ডের ক্যান্ট শহরে পরিবার নিয়ে বসবাস করছি ।
স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না মানবিক ফাউন্ডেশন স্বপ্নের সাঁকো মানবিকতায় মানুষের পাশে জীবনের শেষ সময়টুকু পর্যন্ত থাকতে চাই।
মনের তাগিদে লিখে যাবো যতক্ষণ পর্যন্ত মহান রাব্বুল আলামিন লেখার ক্ষমতা দিবেন
জন্মদিন যদিও একটি সংখ্যা তবুও ভালো লাগে ভীষণ ভালো লাগে প্রতিটি জন্মদিনে এলে ছোট খুকির মত হয়ে যাই।
বাচ্চারা সমস্ত দিন উদযাপন করে বাইরের খাওয়া-দাওয়া উপহার দেয়া মায়ের জন্য দোয়া এটাই জীবনের বড় প্রাপ্তি
আমার বাবা-মা আমার জন্য জন্মদিনে দান করেন গরিব মিসকিনদেরকে খাওয়ান
ভাই বোন আত্মীয়-স্বজন সবার ভালবাসায় সিক্ত হতে থাকি
আমার লেখক পাঠক সবার শুভেচ্ছা বার্তায় মনে হয় জীবনটা মন্দ নয়
জীবনটা ভালোবাসার উদযাপনের
জীবন অদ্ভুত সুন্দর
বেঁচে থাকার প্রতিটি দিন নেয়ামতে পূর্ণ
মহান রাব্বুল আলামিনের কাছে সুস্থতা সহ নেক হায়াত কামনা করি
দৈনিক আলাপ পরিবারের পক্ষ থেকে আবারও জন্মদিনের শুভেচ্ছা জগত মাতা মানবিক জ্যোতিতে ভরা নূরজাহান শিল্পীকে ।

মোঃ আশিকুর রহমান

সম্পাদক দৈনিক আলাপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here