২০২৩,বইমেলায় কবি ও লেখক-জেসমিন জাহান’ র ভিন্ন মাত্রার রোমাঞ্চকর কিশোর কাব্যগ্রন্থ “রৌদ্র মেঘের গান”

291
-জেসমিন জাহান’ র ভিন্ন মাত্রার রোমাঞ্চকর কিশোর কাব্যগ্রন্থ “ রৌদ্র মেঘের গান”

দৈনিক আলাপ সাহিত্য ডেস্ক : এবারের বইমেলায় (২০২৩) বইমেলায় কবি ও লেখক-জেসমিন জাহান’ র ভিন্ন মাত্রার রোমাঞ্চকর কিশোর “ রৌদ্র মেঘের গান”কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৩। বইটি পেতে আগ্রহী হলে-
একুশের বইমেলা-২০২৩
ঢাকায়, শিশু চত্বর ঝিলমিল ৭০৫ নম্বর স্টলে
চিটাগাং বইমেলায়-
ঝিলমিল ৬১ নম্বর স্টল
অক্ষরবৃত্ত ২০-২১ নম্বর স্টলে
কবির কথা – অবশেষে প্রিয় দর্শনে চক্ষু জুড়াইল আনন্দ তখনই সার্থক, যখন তা অন্যের মধ্যেও ছড়িয়ে দেয়া যায়। তাই পাঠকের হাতে তুলে দিতে চাই আমার ক্ষুদ্র প্রচেষ্টার ফসল ‘রৌদ্র মেঘের গান’। অক্ষরবৃত্ত প্রকাশনীর ঝিলমিল থেকে প্রকাশিত আমার লেখা কিশোর উপযোগী কাব্যগ্রন্থ ‘রৌদ্র মেঘের গান’ আসছে এবারের বই মেলায়। বইটির প্রচ্ছদ এঁকেছেন: নিয়াজ চৌধুরী
সবার প্রতি অনুরোধ রইলো, বইটি কিনে পড়বেন, প্রিয়জনকে উপহার দেবেন এবং নিজের সংগ্রহে রাখবেন….
অমর একুশে বইমেলা- ২০২৩ এর ভিন্নমাত্রা প্রকাশনীর ৪০৫ নম্বর স্টলে পাওয়া যাবে আমার লেখা কাব্যগ্রন্থ ‘ধ্রুপদী সন্ধ্যায়’ এবং সম্পাদিত কাব্যগ্রন্থ ‘আমাদের কাব্যকথা’ (বা সা প) ভিন্নমাত্রা ও পাতা প্রকাশনীতে পাওয়া যাবে। বই দুটি সংগ্রহে রাখতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here