সমকালীন বাংলা কবিতার এক স্বতন্ত্র কণ্ঠস্বর চন্দনা চক্রবর্তীর কবিতা ”অদৃশ্য চিহ্নের শহর”

36

অদৃশ্য চিহ্নের শহর
চন্দনা চক্রবর্তী

আমি এমন এক শহরে থাকি,
যার প্রবেশপথ নেই, তবু মানুষ হারিয়ে যায়।
মানচিত্র আঁকা থাকে চোখের পলকে,,
একবার দেখলে, আর খুঁজে পাওয়া যায় না।
এখানে সূর্য ধারণা মাত্র,
রাত নামলে জ্বলে ওঠে পুরোনো প্রশ্ন।
ঘড়ি সময় বলে না,
বলে,,, কে ভেঙেছে, কে অভিনয় শিখেছে।
নীরবতাই এখানে সবচেয়ে উচ্চস্বরে কথা বলে।
দরজা খুললে ঘর নয়,
মুখোমুখি হই নিজের আরেক রূপের।
শেষে বুঝি,,,,,
এই শহর কোনো জায়গা নয়,
এটা সেই প্রশ্ন,
যেটা নিজেকে করতে সাহস পাইনি।
আর কৌতূহল,,,,
সে পথ নয়,
সে আমার অপরাধ।

চন্দনা চক্রবর্তী
মিরসরাই, চট্টগ্রাম, বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here