বাবা মোর বীর
আনজানা ডালিয়া
বীরের রক্ত বয়ে বেড়াচ্ছি ধমনীতে
ভয় পাই নাকো রক্তচক্ষু ধমকানিতে
আমায় দেখে অসৎ লোক হাঁসফাঁস করে চুলকানিতে।
বাবাকে বলি আরেকবার যুদ্ধের ডাক এলে আমিও যাবো
শত্রু নিধনে কাঁধে কাঁধ, হাতে হাত মেলাবো
প্রাণের রক্ত ঢেলে, সর্বস্ব উজাড় করে জয়ী হবো।
ঠিক ৫১ বছর পর আমার সন্তানরা বলবে এমনি করে
বংশ পরম্পরায় বীরের রক্ত বইছি শরীরে
বাংলাদেশের জন্ম কথা জেনে নে ওরে।