“আবেহায়াৎ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি এন এম রফিকুল ইসলাম।

435
“আবেহায়াৎ” কবিতাটি লিখেছেন সাহিত্যের অন্যতম সারথি এন এম রফিকুল ইসলাম।

আবেহায়াৎ

       -এন এম রফিকুল ইসলাম।

মনটা তোমার করতে ভাল
মনের যত্ন নিও,
ময়লা পঁচা কালির প্রলেপ
বিদেয় করে দিও।

মন আকাশে উঠলে হেসে
রঙিন আলোর রেখা,
সেই আলোতে পাবে তুমি
সরল পথের দেখা।

মনের ভেতর ময়লা রেখে
খুঁজো যদি সুখ,
দিনে দিনে বাড়বে কেবল
বঞ্চনার অসুখ।

নীচু যেথায় জমবে সেথায়
নির্মল বৃষ্টি বারি,
অহংকারীর শুকনো বুকে
তৃষ্ণার আহাজারি।

কঠিন সময় মানব সেবায়
দাও বাড়িয়ে হাত,
ধূলির ধরায় নাওনা খুঁজে
তুমি আবেহায়াৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here