বৃষ্টির গান
মাসুমা সুইটি
সারাদিন টিপটিপ বৃষ্টি
রিমঝিম লাগে ভারী মিষ্টি।
হিমেল হিমেল ঠাণ্ডা হাওয়া
আকাশে মেঘের আসাযাওয়া।
শিউলিতলায় ফুল ঝড়ে
কুড়িয়ে আঁচলখানি ভরে।
সবুজ ঘাসের মখমলে জুড়ায় প্রাণ
থেমে আছে বুঝি সব কলতান।
নেশা লাগায় মনে বৃষ্টির ছন্দ
বাতাস বইছে বুঝি তালে মৃদুমন্দ।
টিপটিপ টিপটিপ সুর লয়ে ঝড়ছে
পথঘাট নদী হাওয়া উত্তাল লড়ছে।
শব্দের মাধুরীতে মন করে আনচান
ভাবি বসে তাই মনে কি মধুর এই গান।
সুন্দর কবিতা।মনোমুগ্ধকর।