“নৈবেদ্য ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা নিলুফা জামান

412
“নৈবেদ্য ”কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা নিলুফা জামান

নৈবেদ্য

নিলুফা জামান

সমুদ্রের সাথে এসে নদী মিলে যায়
থাকে যদি স্রোতের সম্মতি
তোমাকে যে কেনদিনই কিছু না বলে মেনে নিয়েছি এ ক্ষতি।

এ ক্ষতি তৃষার চেয়েও বড়
আরও বড় যন্ত্রনার দীর্ঘশ্বাসসময়
আমার স্বপ্নের মধ্যে স্বপ্নে পাওয়া
সন্মতিই যেন সত্যি হয়।

আমার নিজের বলে যা কিছু
তা স্বপ্নে পোড়া ছাই
এখন অবশিষ্ট কিছু নাই।

যেটুকু রেখেছি –
খুব যত্ন করে একান্ত গোপনে
সেই এটুকুই স্বরচিত স্বপ্নের সুন্দর রেখেছি সাজিয়ে মনে মনে।

তোমাকেও পাবার ইচ্ছা সেই কবে থেকে তীব্রতর
এমন অচেনা তুমি
পড়তে পারিনি যার একটি অক্ষরও।

জানোই তো,
প্রেম ভালবাসা, খুচরো যা কিছু
দীর্ঘতম বৃক্ষের সমান
শাখা প্রশাখা পূর্ন হলেই তো পাওয়া যাবে পাঠ -অভিধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here