“কবিতা ঝড় ”অসাধারণ কবিতা লিখেছেন ভারত থেকে কবি,লেখক সঞ্জিত মণ্ডল ।

829
প্রতিভা সন্ধান কাব্য পরিষদে (৭/০৯/১৯ ইং ) কবিতাগুলোর মাঝে সেরাদের সেরা নির্বাচিত হয়।

কবিতা ঝড়

             সঞ্জিত মণ্ডল

সঞ্জিতের আধুনিক গদ্য কবিতা ঝড়
নির্মেঘ আকাশে যদি ঝড় উঠেছিল —
বাতিস্তম্ভের আলো গুলো নিভু নিভু হলো;
কে যেন সদরে এসে মৃদু হেসে নতমুখে শান্ত তাকালো।
আচম্বিতে শুরু হলো প্রলয়ের থরো থরো নিদারুণ ভয়
দুহাত বাড়িয়ে দিয়ে বুকে টেনে নিয়েছি তোমায়।
উন্মুক্ত করেছিলে বসন তোমার–
অদ্ভুত ভালো লাগা চোখে ছিল তাই গভীর বিস্ময়।
অন্তর বাহির যেনো আলোড়নে দুলে ওঠে বিপুল আশায়–
তোমার ধবল শঙখে বিপুল আহ্বান এক নিনাদিত হয় ;
ভালোবাসো, আরো বেশী ভালোবাসো এই মন চায়।
উন্মুক্ত করেছো যবে যৌবন তোমার
নির্মেঘ আকাশে কত উল্কা ঝরে যায়–
বহু জনমের সাধে নির্নিমিখ স্বপ্ন সম দেখেছি তোমায়।
তুমি স্থির চোখে চাও ধরণীর মোহন লীলায়।
বাহিরে প্রমত্ত ঝড় অন্তরে সফেন উল্লাস;
নেচে ওঠে কবেকার পুরানো হৃদয় স্নিগ্ধ মমতায়।
দুহাত বাড়িয়ে দিয়ে আহ্বান করি মৃত্তিকায় —
প্রাণপণে বুকে টেনে বলি সঙ্গমে লিপ্ত হব হয়েছে সময়।
সোনালী ধানের বীজ পুঁতে যাই বরষার শ্রাবণ ধারায়–
নতুন জীবন যেনো প্রস্ফুটিত হয়;
ঝড় আসে ঝড় চলে যায়–
সোনালী ধানের আশা নিয়ে নদী চরে বসে আছি ভরা বরষায়,
শ্রাবণের ভরা নদী খরবেগে ধায় জোছনায়।।
কপিরাইট @সঞ্জিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here