“অভিমানী শরৎ ”কবিতাটি সৃজনশীল লেখনির আলোয় আলোকিত করেছে তারুণ্যের কবি হামিদা পারভিন শম্পা ।

581
তারুণ্যের কবি হামিদা পারভিন শম্পা

“অভিমানী শরৎ “

                  হামিদা পারভিন শম্পা

~~~~~~~~~~~~~~~
বুকের কম্পন মিহি সুরে
গাইছে কিবা গান,
কদমের সোঁদা গন্ধে
ভাঙবে কি আর মান ?

সুনয়নার কাজল তারায়
ঝর্ণা ধারা বয়,
বক্ষভেদে কষ্টের অশ্রু
বৃষ্টি তারে কয়।

কুয়াশার প্রথম শিউলি
ঘাসের বুকে ছড়ায়,
নগ্ন পায়ে চপল বালিকা
কুড়িয়ে খোঁপায় জড়ায়।

হাত বাড়ালে হাতটি ছুঁতে
হাতের দখল চায়,
শরতের মিষ্টি পরশ
তপ্ত শরীর জুড়ায়,

রুদ্ধ দ্বারে ক্লান্ত পথিক
কড়া নেড়ে যায়,
অভিমানী অহংবোধে
ফিরতে নাহি চায়।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here