ওপার বাংলার কলমযোদ্ধা কবি সপ্তশ্রী কর্মকার এর কবিতা “নিঝুম রাতের নক্ষত্র রাজ্য”

987
ওপার বাংলার কলমযোদ্ধা কবি সপ্তশ্রী কর্মকার এর কবিতা “নিঝুম রাতের নক্ষত্র রাজ্য”

নিঝুম রাতের নক্ষত্র রাজ্য

                     সপ্তশ্রী কর্মকার

যখন দীপ্ত আলোয় সহস্র নক্ষত্র তারা সাজিয়েছে শরৎের আকাশ,
তখন ধীর নীরব লয় চরণে আসছে নিঝুম যামিনীর বাতাস।

চাঁদ তুমি আছো আকাশে তাই আমি রূপকথার গল্প খুঁজে পাই,
তাই পৃথিবীর সমতলে দুজনা দাঁড়িয়ে তোমায় দেখে যাই।

তোমার রূপালী হাসিতে আমরা মিষ্টি আলোর আবছা ছায়া পাই,
অগণিত তারার ভীড় চাই না, শুধু তোমার হাত ধরতে চাই।

তুমি যদি হও আমার নিঝুম রাতের নির্জনতা কেশ কালো,
তবে আমি হবো সেই রাতের জোনাকির আলো।

শব্দেরা তাই এলোমেলো, কথোপকথনের বাক্যরা দিশাহীন,
তাই নিঝুম রাতের নিস্তব্ধতা আজ আমাকে করছে আঙ্গিক বিলীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here