খেটে খাওয়া আমরা সবাই জীবন যোদ্ধা সৈনিক!!কবি-জি,এম,লতা ইসলাম লিখেছেন কবিতা“প্রভুর দান”

1537

প্রভুর দান

             জি,এম, লতা ইসলাম

মাথার ঘাম পায়ে ফেলে
লড়ে যাই দৈনিক,
খেটে খাওয়া আমরা সবাই
জীবন যোদ্ধা সৈনিক ।

বিধাতা ঐ যাহা কিছু
করেছে মোদের দান,
ইহার মাঝেই পাই যে খুজে
সকল সম্মান।

দেহে আছে শক্তি সাহস
বুকে আছে বল,
খুঁজে নিতে পারি যে তাই
জীবনের সম্বল।

ক্লান্তি দেহে নির্ঘুম চোখে
জেগে থাকি রাত,
আধাঁর যখন হইবে শেষ
আসবেই প্রভাত।

মুছে যায় যখন জীবনেরই
দুর্যোগ ও ভ্রান্তি,
পাই যে খুঁজে আলোর পথ,
মনে জাগে শান্তি।

তিনিই মহান চির অম্লান
পৃথিবী করছে দান,
যার ছাঁয়াতলে শস্য ফলে
সেই স্রষ্টা মহান।

যার ইশারায় জীবন চলে
সৃ্ষ্টি জাহান কূল,
সেই খোদাকে চিনতে কভু
হয়না যেন ভুল।

সেই যে আমার মহান প্রভু
মহান দয়াময়,
তাঁরই দয়ায় বিশ্ব সৃষ্টি
জানে বিশ্বময়।

তাঁরই ছাঁয়ায় থাকতে কভু
করো যদি ভুল,
একূল ওকূল দুকূল যাবে
ভুলের সে মাশুল।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here