আয়েশা মুন্নি এর গদ্য কবিতা “ভুল মানুষ”

342
আয়েশা মুন্নি এর গদ্য কবিতা “ভুল মানুষ ”

ভুল মানুষ

আয়েশা মুন্নি

আমার নিঃসঙ্গতা যখন বারান্দার রেলিং ঠেসে আটকে থাকে,
তুমি তখন মুঠোফোনের দ্রুত চ্যাটে আঙ্গুল চালাও অন্য কারো ইনবক্সে।
কিন্তু আমাকে তুমিময় যাদুর পরশ বুলিয়ে মোহগ্রস্ত করতে
তোমাকে দীর্ঘদিন ভালোবাসি ভালোবাসি বলতে হয়েছিল।
অথচ এখন আমি তোমার বিলাসী ইচ্ছেয় জন্মনেয়া এক বনসাই প্রেমিকা।
জানি, নিশ্চয়-ই জানি তুমিও একদিন একা হবে, অনেকদিন পর…।
অতঃপর বিষুবরেখায় ঘুরপাক খেতে খেতে
তখন আমরা দুজন কামাক্ষার শহরের দুইপ্রান্তের বাসিন্দা হয়ে রবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here