গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা
————-
শামসুন নাহার
————
হে স্বদেশ ভূমি
আর কেঁদোনা তুমি,
মাকে আমার অন্তরীণ করেছে
হায়েনা এক বধ্যভূমি।
একচল্লিশ বছর পার হয়েছে গনতন্ত্রের হাত ধরে
মাঝখানে কিছু হায়েনা এসে লুট করেছে তাকে,
যেদিকে তাকাও লুটতরাজ ধর্ষণ আর খুন খারাবী
গণতন্ত্র আজ শয্যাশায়ী বিশৃঙ্খলিত মাতৃভূমি।
ওগো মা তোমার চিৎকার আহাজারি
করেনা ভেদ ঐ অন্ধকার প্রাচীর আর প্রকোষ্ঠখানি,
তবুও আমরা যুবশক্তি আমরা লৌহবল
মুছিয়ে দেবো মা তোর করুণ চোখের জল।
শূন্যতায় আজ ছেয়ে গেছে আমার সোনার বাংলা
আগাছায় ভরেছে খরায় মরেছে যত ছিলো সোনার জাংলা,
দিবানিশি আজ কেঁদে ফেরে যত ছিলো দেশ প্রেমিক
অতি সত্ত্বর দেখে নিবি মা ধরা
পড়বে দেশ ঘাতক।
একচল্লিশের চেতনায় উজ্জীবিত যত ছিল দলমত
রাজপথে নামবে মিছিল করবে শ্লোগানে শ্লোগানে করবে মাৎ,
দেয়ালে দেয়ালে পোষ্টার আজ আমার বাংলার কথা
কষ্টের আগুনে বেড়েছে মাগো তোর সন্তানের ব্যথা।
আমার সোনার বাংলাদেশ
গণতন্ত্রের জননী আজ অন্তরীন দেখে পাষন্ড বেশ,
শেষ হবে ওরা সময় এসেছে জ্বালিয়ে পুড়িয়ে দেবো
তোকে মুক্ত করে আজ গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করবো।