কাব্য আমার
রহিমা আক্তার রীমা
কাব্য আমায় সঙ্গ দেয়
থাকে সে বারোমাস
সুখে দুঃখে সঙ্গী যে
তাই কাব্য করি চাষ।
কাব্য আমার অসম প্রেম
ষোড়শী এক মন
কাব্যের মাঝে পেলাম যে
নতুন এক জীবন।
কাব্য আমার উঠোন রোদ
ছোঁয়া দেয় মিষ্টি
কাব্যে স্নান করি যে
যখন হয় বৃষ্টি।
কাব্য আমার যৌবন ভরা
সুখ অনাবিল
কাব্যের সাথে এতই ভাব
হয় না তো অমিল।
কাব্য আমার বাঁচার সুখ
আসতে দেই না মানা
যখন তখন এসে সে
মনে দেয় হানা।
কাব্য আমার বাঁচার স্বাদ
মনের সকল বায়না
সবাই যখন ছেড়ে যায়
কাব্য ছেড়ে যায় না।