মাঘ শেষের আয়না
সোনালী মন্ডল আইচ
তোমার অন্য মানে ছিল
শীত শেষের অন্যরকম ছায়া
মাঝরাতের খ ভেজা চাঁদনী
মায়াময় অন্ধকার প্রথম পুরুষ
কমলা রঙের কৃষ্ণচূড়ার বালখিল্য
পশমি পোশাকের বিদায় ক্ষণ
আমার আধেকলীন মৃত চামড়া
খোলস ছেড়ে সর্পিল দেহ
হিসহিস শব্দ বুকে ফিসফিস
মৃত ঘোষণা পলাশ কথায়
ভাঙে যোগ খেলার চকখড়ি
অতএব থেমে যায় মুহূর্তরা …