হাওয়াই, ফুলের গন্ধ পাই…
ইমরোজ ইকবাল
তুমি হাটছো তো হাটছোই থামছো না.
তোমার সঙ্গে যাচ্ছে পথ-পথের মতন
তোমার চলে যাওয়া অবলোকন করছি
দেখছি, তুমি কারো দিকে তাকাচ্ছো না
ফুটপাত ধরে থরে-থরে বসে থাকা শান্তির বাক-বাকুম ভালোবাসার কাব্য রচনা করছে
ভিতরে ভিতরে অংকন করছে দৃশ্যপট
সোনালী দিনের নানান কথামালায়
দেখছো না তোমারই মতন পথ ধরে
এগিয়ে যাচ্ছো তুমি থামছো না…
অলিগলি ডানে-বামে মোড় চায়ের দোকান
দোকানীরা ব্যস্ত খদ্দের সামলাতে
এগিয়ে দিচ্ছে গরম চায়ের কাপ
কেউ ডানে কেউ বামে মোড় নিয়ে চলে যাচ্ছে যার যার মতন
আপন ঠিকানায় অপরূপ দাঁড়িয়ে সারিসারি পামগাছগুলো দুলছে
ফাল্গুনী মিহি ফিনফিনে হাওয়ায় উড়ছে তোমার খোঁপায় বাঁধা কালো চুল
নৈসর্গের পূণ্যভূমিতে নার্গিস ফুলের সুবাস ছড়াচ্ছে আকাশে বাতাসে
হাওয়াই সংযোগ, আমি তার গন্ধ পাচ্ছি…
তুমি যাচ্ছো, তুমি হাটছো তো হাটছোই..
এগিয়ে যাচ্ছো তুমি পথ ধরে পথের মতন
থামছো না প্রজাপতির ডানায় হাওয়ায়-হাওয়ায় ভেসে যাচ্ছো তুমি…
ওদিকে- আমিও চুপচাপ বসে থেকে তোমার চলে যাওয়ার পদচিহ্ন আঁকছি সাদা পাতায়।