বিভোরতা
আনজানা ডালিয়া
জলের আরশীতে দেখেছি তোমায়
হৃদয়ের মমতায় প্রেমকে প্লাবিত করতে।
রাগের ভাঁজে মনকে বস করেছো
আমার আমিত্বকে ছন্দের সুর দিয়েছো।
পেয়েছি উন্মুত্ততায় ঝুরিঝুরি আহ্বান
অচল পয়সার খোলস ভেঙ্গে হয়েছো ইচ্ছেদুয়ারী।
ধুতরা ফুলকে বানিয়েছো তাজা গোলাপ
কল্পনার জগত তোমার মহাবিশ্বকে পাশে রাখে
তাতে আমি এক ক্ষুদ্র বকুল মাত্র,
ভেসে যাওয়া বকুল
প্রায়শ্চিত্ত শেষে তুমি আবার এ ধরায় মহামানব
আত্মার সাথে আত্মার হয় বিভোরতা।