অস্তিত্বের ভাবনায় তারুণ্যের কবি নীলা আলম এর নুতন ধারার কবিতা “আমি খন্ডিভূত”

637
কবি নীলা আলম এর নুতন ধারার কবিতা “আমি খন্ডিভূত”
তারুণ্যের কবি নীলা আলম

আমি খন্ডিভূত

               নীলা আলম

~~~~~~
নিটেল দুপুর, সর সর বাতাসে জানালার গ্রীল ধরে ক্লান্ত এই আমি এক নারী….
অসংখ্য লতার আচ্ছাদনে আমি এক মায়াময় নারী…
আমি অধিকার প্রতিষ্ঠা সমতালের সুর,
কখনো ঘোলাটে ক্রোধ এক ভয়াবহ চিৎকার!
আমি খন্ডিভূত-
বিচ্ছিন্ন বিদ্যুতের অন্দকার আলোয় আমি ধর্ষন হওয়া নারীর চাপা কান্নার আর্তনাদ,
হ্যাঁ আমিই খন্ডিভূত
বার বার আমাকেই এমন ঘৃণা পোষণ করতে হয়েছে অরুচিতে…..
ছয় মাস শিশু থেকে আমি পরিপূর্ণ নারী,

কেউ তোমাদের শকুনি নজরের বাইরে নেই….
কি আনন্দ তোমাদের আঁচড় যে কাটতেই হবে ফুলের গায়,
আমি স্ত্রী থেকে স্বামীকে হারিয়েছি,হারিয়েছি সন্তান;
নিজ ঘর, পরের ঘর…
বন্ধু -স্বজন, এমনকি এ সমাজ……
কোথায় যাবার আছে আমার?
কোথায় নিরাপত্তা?
কোথায় আমি চোখ বন্দ করে শান্তি নিয়ে ফেলবো সুখের নিঃশ্বাস?
কে দিবে আমায় এতটুকু বিশ্বাস?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here