ষোলো আনাই বৃথা
তুলি আলম
——
আসতে যেতে পথিক আমি-
ঠায় দাঁড়িয়ে থাকা বুড়োটে এক বৃক্ষ দেখি,
শ্বাপদটিকেও নিত্য পথে শুকতে দেখি,
পথের ধারে বুনোফুল ভাঁটির গাছ দুলতে দেখি,
ব্যারাম বুড়ো শীর্ণ দেহে কাচারিতে ধুকতে দেখি,
খালের জল ঝিরিঝিরিয়ে সমীরণে টলতে দেখি।
সবই আছে বিদ্যমান, দিব্যি আগে যেমন ছিল।
কেবল পোষা ময়নাপাখির কি যেন কি হলো,
খাঁচা ছেড়ে এক নিমিষেই উড়াল দিয়ে গেল।
শত করেও ময়নাপাখির বাঁধা না আর গেল।
জীবন যেন খেই হারানো সূতো
বেঁচে থাকা মরণের এক ছুঁতো।