আজ কবির জন্মদিন । জন্মদিন উপলক্ষে তারুণ্যের কবি রীতা ধর এর আজকের কবিতা “সেদিনের গল্প ”

502
তারুণ্যের কবি রীতা ধর এর আজকের কবিতা “সেদিনের গল্প ”
'' শুভ জন্মদিন '' কবি রীতা ধর

”সেদিনের গল্প “

                            রীতা ধর

চিঠিতে সেদিনের গল্প লিখো,
যেদিন তুমি প্রথম সূর্যোদয় দেখেছিলে
দেখেছিলে বাগিচায় প্রথম ফুলের হাসি
তোমার প্রতিটি মুহুর্ত যেদিন মনে হচ্ছিল
স্বপ্নের মতো আনন্দময়,
উচ্চারিত প্রতিটি বাক্য মনে হচ্ছিল একেকটি হৃদয় নিঃসৃত কবিতা
প্রতিটি ভাবনা ছিল প্রতিমার মতো সুন্দর।

চিঠিতে সেদিনের গল্প লিখো,
যেদিন তুমি প্রথম বুঝতে শিখেছিলে ভালোবাসা,
তোমার চিন্তা ও মননে গাঁথা ছিল
মহত্বের কাব্যলিপি
যেদিন তুমি প্রথম একজন প্রেমিক হতে চেয়েছিলে,
সমস্ত শূন্যতা ভুলে জীবনের স্বার্থকতা খুঁজেছিলে প্রকৃতির মাঝে
যেদিন প্রথম তোমার চিরতরুণ শৃঙ্গারে জেগেছিল তটিনীর শরীর।

চিঠিতে সেদিনের গল্প লিখো,
প্রথম বিরহে তুমি নিঃশব্দে ঝরে পরেছিলে
যেদিন তুষারের মতো,
ললাটে এঁকেছিলে প্রখর তাপের স্তব্ধতা ;
স্তব্ধতার শপথ হাতে যেদিন ভৈরবী তাণ্ডবে
ছুঁয়েছিলে আগুনের নিঃশ্বাস
আর আমি বিশাল পৃথিবীর দিক দিগন্ত
হতে বয়ে যাওয়া আনন্দধারায় প্রথম
তোমাকে দিয়েছিলাম আমার প্রেম।

চিঠিতে সেই মুহূর্তের গল্প লিখো,
সমস্ত চাওয়া পাওয়ার উর্ধ্বে তোমার হৃদয়টাকে রন্ধ্রে রন্ধ্রে উপলব্ধি করে
নিজেকে শুদ্ধ করেছিলাম যে মুহূর্তে ;
আমাদের সেই পরিপূর্ণ মুহুর্তের গল্প,
গহন রাতের নক্ষত্রের এমন দীর্ঘশ্বাস ফেলা অন্ধকারে সেই গল্পের ধাপে ধাপে
সহস্র তারার মাঝখানে ধ্রুবতারা হয়ে
ফুটে থাকবে আমাদের নিজস্ব
একটা পৃথিবী,
সেদিনের গল্প লিখো।

Content Protection by DMCA.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here