“লাশের স্তুপে কলুষিত এই পবিত্র মাটি ”কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি রোজিনা রুমি।

552
“লাশের স্তুপে কলুষিত এই পবিত্র মাটি ”কবিতাটি লিখেছেন ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি রোজিনা রুমি।
কবি রোজিনা রুমি

লাশের স্তুপে কলুষিত এই পবিত্র মাটি


                                                    রোজিনা রুমি

এ আমার দেশ!!
এ দেশ কোন মৃত্যু উপত্যকা নয়,
নয় কোন লাশের জাদুঘর
লাশদের এসে্মব্লি ও নয়
চারিদিকে শুধু লাশের স্তুপ
নদী নালা খাল বিল
সেনানিবাসের বুনো পথ
সবখানে আজ লাশের মিছিল।
সারি সারি লাশ এখানে থাকার কথা নয়,
কথা নয় লাশদের পোড়া গন্ধে আকাশ বাতাস ভারী হওয়া,
কথা নয় অবৈধ বীর্যপাতে চিত্ত আর কায়া হনন
কথা নয় অযাচিত কন্ঠরোধ ।
ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এ দেশ!
এক তর্জনীর ইশারায় আত্নোৎসর্গ করার দৃঢ় উদাহরণের একটি দেশ।
স্বাধীনতার সূর্য হিংস্রতার রোষানল থেকে চিনিয়ে আনার প্রতিশ্রুতি,
মাটির দুয়ার আলোকিত করার দীপ্ত চেতনা আর —
তীব্র বাসনায়
প্রাণ উৎসর্গ করা লক্ষ প্রাণের এমন দেশ!
নারী পুরুষ শিশু কিশোর সব এক আর—
অভিন্ন চাওয়ার প্রত্যয়ে
অঙ্গীকারাবদ্ধের সে দেশ!

উত্তরাধিকারের সু নিরাপত্তা
আর নিজস্বতার জন্য
স্বাধীনতার নামে প্রাণ
বিলিয়ে দেয়া অনন্য বীরের দেশ!
দুচোখ ভরা লাল সবুজের স্বপ্নমাখা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীষ্টানের নিরাপদ আশ্রয়,,,
আর—-
সাঁওতাল তাঁতী কামার কুমোর
মাটি মানুষের দেশ!
এ আমার দেশ!
এমন একটি দেশে আজ অজস্র লাশের মিলন মেলা!

এ দেশ নয় কোন বর্বর নরপিচাশের
নয় কোন সমাজদ্রোহির।

তবুও বিবেকের সব দরজা বন্ধ করে আজ অবধি অধিপতিরা সুখবিলাসে,,
সুখ যাপনের এই নোংরা খেলায়
অগণিত লাশের স্তুপে
কলুষিত এই পবিত্র মাটি,,

আর কত লাশ তাহলে পোড়াবে শুকনো চিতায়!
কত লাশ জ্বলবে ক্ষুধার্ত অনলের লেলিহান শিখায়!
কত প্রাণ হরণ হবে গতিময় চাকায় পিষ্ট হয়ে!
আর কত সাজানো হবে আলোকচিত্রের
ঝলসানো ফিতায়??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here