আস্থা
–রিয়া দেবী
সব পাতা ঝরে গেলেও আবার নতুন পাতা গজাবে,
সেই বিশ্বাসে ভালোবাসা জমিয়ে রাখি,
প্রতীক্ষার মূহুর্ত দীর্ঘ হয় জানি,তবুও চেয়ে থাকি বটগাছটার দিকে।
পূর্বপুরুষরা বলেছেন,বটগাছ কখনো বেইমানি করেনা,
আমি এমন একটা গাছের নীচেই দাঁড়িয়ে আছি,
কিছু শুকনো ফুল নীচে পড়ে আছে দেখেই গাছটাকে আমার দেবতা মনে হয়েছে।
সবুজ প্রাণ কত ডাল নামিয়ে দিয়েছে মাটির দিকে,
সুতো পেঁচিয়ে মানত করেছে সংসারীরা,
বিশ্বাস,নতুন পাতার মতোই বেঁচে উঠবে হারানো
বিশ্বাস আর ভরসা।