“সেই বিভীষিকাময় একুশে আগস্ট “
দিলু রোকিবা
আগস্ট যেন একটা যজ্ঞপুরি এই সবুজ বাংলায় নেমে আসে কালো মেঘে ঢাকা আকাশ!!
একুশে আগস্ট ছিল আমার চোখে দেখা
পরীক্ষার হলে ডিউটি অবস্থায় সারা ঢাকা শহর প্রকম্পিত…..
হঠাৎ করেই শ্বাস বন্ধ যাওয়ায় মতো সমস্ত হলের ছাত্রীরা কলম বন্ধ করে স্তব্ধ হয়ে গেল ..
ম্যাডাম এখন কি করবো আমরা?
আমি ওদের অভয় দিয়ে দরজা বন্ধ করে নিঃশ্চুপ হয়ে ভাবছিলাম
আবার এই দেশে সেই একাত্তরের শকুনেরা নেমে এলো?
চোখ ভিজে গেল …..
লুকিয়ে রেখে ওদের পাশে গিয়ে সাহস জোগাতে …..
কারণ ওরা ইতিহাস থেকে সব জেনেছে;
কিন্তু এই বুলেটের শব্দ কখনোই শোনেনি!!
ভয়াবহ দুঃস্বপ্ন এক কালো অধ্যায় …
ছিন্নভিন্ন দেহ রক্ত গঙ্গা রাজপথ….
গ্রেনেড বিস্ফোরণ লাশ আর লাশের মিছিল …
ছুটছে সবাই এক ভয়াল রুদ্ধশ্বাস!!
ছুটছে সবাই শুধু করছে আর্তনাদ…
বীভৎস হত্যাযজ্ঞ একুশে আগস্টের-কালো দিনের বিভীষিকাময়..
বিশ্বাসঘাতকের নীল নকশার গ্রেনেডের ঝাঁঝরা
শত শত স্পিল্নটারের আর্তি …..
ভাগ্যবানরা বেঁচে গেলেন ভাগ্যক্রমে।
গ্রেনেড-বোমার জ্বলন্ত বিষে…
চোখের পলকে কত শত প্রাণ হলো নিঃশেষ..
আইভি আপা সহ আরো অনেক স্বজন …
শত শত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা নিজেদে
জানের বৌদলতে বঙ্গবন্ধুর দুহিতাকে আঁকড়ে ধরলেন….
কেউ হারালো স্বজন কেউ বা দেহের অঙ্গ
যারা বেঁচে আছে, স্মৃতি কাতর হয়ে
স্পিল্টারের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে নিরবে নিভৃতে ……
.
একুশে আগস্ট ছিল,
বঙ্গবন্ধু এভিনিউ মৃত্যুপুরী শ্মশানপুরী ……
একুশে আগস্ট ছিল,
রণভূমি ময়দান….
অগ্নিক্রোধ জী’য়ে রাখে ভুক্তভোগী যারা।
গ্রেনেড হামলা ধ্বংস শেষে দগ্ধ
জন্মভূমি….
একুশে আগস্ট জাগ্রত বিবেক সতেরো কোটি বাঙালি,
জেগে ওঠো তুমি!………
২১/৮/২০২১
[ ঢাকা, মোহাম্মদপুর]
(স্বয়ং স্বংরক্ষিত)