সমকালীন সৃজনশীল কবি-শাহানা রহমান’র নির্বাক চোখে লিখা কবিতা“বৃষ্টি স্নান”

409
কবি- শাহানা রহমান’র নির্বাক চোখে লিখা কবিতা“বৃষ্টি স্নান”

বৃষ্টি স্নান
শাহানা রহমান

খুব বৃষ্টি হচ্ছে, চল না ভিজি!
যাবি না?কেন?
ঠান্ডা লাগবে?
আমার আঁচল দিয়ে মাথা মুছে দেবো।
তারপর আদা দিয়ে কড়া করে চা বানিয়ে দেবো
তবুও যাবি না!
কিন্তু আমার যে খুব ইচ্ছে করছে ভিজতে !
একা ভিজবো?
না,আমার ইচ্ছে করছে তোকে নিয়ে ভিজতে।
তুই আমার হাত ধরে থাকবি
আমার কপালে লাল টকটকে টিপ পরিয়ে দিবি।
দিবি তো?
বৃষ্টির জল আমায় স্নান করাবে
আমার চিবুক ছুঁয়ে জলের ধারা নামবে
তুই অপলক চেয়ে থাকবি-
থাকবি তো?
আমার নীল শাড়িতে জলের লুকোচুরি খেলা ..
আমার আলতা পরা নগ্ন পায়ের নুপূর ধ্বনি
এক অপার্থিব সংগীত বাজিয়ে চলবে
আমরা বিভোর হয়ে থাকবো।
আমার খোপায় থাকবে এক গুচ্ছ কদম।
আনন্দে আমার চোখে জল এসে যাবে
কিন্তু সেই জল আমি তোকে দেখতে দেবো না,
সেই জল বৃষ্টির জলধারায় মিশে যাবে
তুই আমি মহাকালের মাঝে হারিয়ে যাব!
তবুও তুই যাবি না!
আচ্ছা, তুই কি রে!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here