সাম্যের কবি-শাহ কামাল সবুজ এর ফিলিস্তিন,ঈসরায়েলের যুদ্ধ নিয়ে লিখা কবিতা“গৌরব”

340
শাহ কামাল সবুজ এর ফিলিস্তিন, ঈসরায়েলের যুদ্ধ নিয়ে লিখা কবিতা“গৌরব”

গৌরব

শাহ কামাল সবুজ

(ফিলিস্তিন, ঈসরায়েলের যুদ্ধ নিয়ে)

আমরা করবো জয়
সব মানব হৃদয়
গেয়ে ভালবাসার জয় গান
এই ধরণের গান গেয়েই আমরা
শান্তির চাদর বিছিয়ে দিতে পারি রক্তাক্ত জনপদে
আমরা চাইলে হরণ করতে পারি সৈনিকের রাইফেল
জেনারেলের টুপি, যেখানে জড়ানো থাকে অহংকারের স্মারক
যুদ্ধ কখনো শান্তি আনে না।

পাষণ্ড জল্লাদের ঘরেও দু,চারটে ফুলদানি থাকে
ফুলকে সবাই ভালবাসে
যে ফুল ভালোবাসে সে গান কে ও ভালবাসে
যে গান কে ভালবাসে নিশ্চয়ই তার অন্তরে মানবিকতা আছে

তোমার দু’পায়ের পাতায় চুমু
যুদ্ধের প্রতি যার নুন্যতম ঘৃণা আছে
তোমার দু’বাহুর উপর চুমু
যারা নিজ গৃহ কে ভালবাসে
তোমার দু’ঠোঁটের উপর চুমু
যদি এ ঠোঁট তোমাকে স্বস্তি দেয়, আকর্ষিত করে
তাহলে যুদ্ধ কেন? কোন গৃহ পোড়াবে তুমি?
কোন ঠোঁটে ছুরি চালাবে?

ভুলে যাও যোদ্ধারা, ধ্বংস করে নয়
জয় করতে চাইলে ভালোবেসেই করো

আগুন দিয়ে পোড়ানো ক্ষেতে
কখনো শস্য জন্মে না
ফসলের জন্য পানি ঢালো মাটিকে উৎকর্ষিত করো

আহা আজকের যুদ্ধজয়ী, ক্ষমতাধর বীর
একদিন চরম ধিকৃত হবে
তারা যদি জানতো তাহলে সেনাপতি নয়
ক্ষেতের রাখাল হওয়াকে গৌরব মনে করতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here